হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ায় ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় সিগন্যাল পতাকা উত্তোন করা হয়েছে

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ কথা বলেন।  

তিনি বলেন, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকছে।


আরও পড়ুন: ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা


তিনি আরও বলেন, ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় উপজেলার সব সাইক্লোন শেল্টার খুলে দেয়া হয়েছে। সিগন্যাল পতাকা উত্তোলন রয়েছে। তিন হাজারের উপরে স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।

হাতিয়ার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

এছাড়া দুর্যোগ মোকাবিলায় সার্বিক বিষয়ে মনিটরিং করতে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

news24bd.tv নাজিম