মাদারীপুরে কলা ও পেয়ারা বাগানের ব্যাপক ক্ষতি
দুই দফা বন্যায়

মাদারীপুরে কলা ও পেয়ারা বাগানের ব্যাপক ক্ষতি

বেলাল রিজভী, মাদারীপুর

এ বছর দুই দফা বন্যায় মাদারীপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কলা ও পেয়ারার বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধার-দেনা করে বাগান করে সব কিছু হারিয়ে দিশেহারা এ অঞ্চলের কৃষকরা।

কৃষি বিভাগের তথ্য মতে, প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিস্টরা।

মাদারীপুরের শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের প্রতি বছরই কলা ও পেয়ারার বাগান করে এ অঞ্চলের কৃষকরা। এ বছরও তার ব্যতিক্রম ছিলনা।

এবারের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় মাদারীপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বেশির ভাগ কলা ও পেয়ারা বাগান নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকই ঋণ নিয়ে বাগান করেছেন।


আরও পড়ুন: সবজি রপ্তানিতে যশোর উন্নতম


তবে বন্যার কারণে বেশির ভাগ কলা ও পেয়ারা গাছ পচে ফলন বিপর্যয় হয়েছে। এ অবস্থায় উৎপাদন খরচ ও ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

কৃষি বিভাগের উপ-পরিচালক  মো. মোয়াজ্জেম হোসেন তথ্য মতে, বন্যায় ১৩০ হেক্টর জমির কলার বাগান আর ৪২ হেক্টর জমির পেয়ারা বাগান নষ্ট হয়ে গেছে।

এতে ক্ষতি হয়েছে প্রায় আট কোটি টাকা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরণের সহায়তা করা হবে বলে জানান সংশ্লিস্টরা।

news24bd.tv কামরুল

সম্পর্কিত খবর