আন্ডার দ্য বম্বস আর ওয়েস্ট বৈরুত মুভি দেখে মুগ্ধ হলাম

আন্ডার দ্য বম্বস আর ওয়েস্ট বৈরুত মুভি দেখে মুগ্ধ হলাম

তসলিমা নাসরিন

আন্ডার দ্য বম্বস আর ওয়েস্ট বৈরুত এ দুটো মুভি দেখলাম নেটফ্লিক্সে। দুটোই লেবাননের ছবি। দুটোই যুদ্ধের, গৃহযুদ্ধের। একেবারেই সাধারণ মানুষের গল্প।

কী করে এক মহিলা ইসরায়েলের বোমায় ধ্বংস হয়ে যাওয়া দক্ষিণ লেবাননে গিয়ে নিজের ছেলেকে খুঁজে বেড়ায়।  

ওয়েস্ট বৈরুত তো সত্তর দশকে পাশ্চাত্য সমর্থিত ক্ষমতাসীন ক্রিশ্চান আর বামপন্থী প্যান আরব মুভমেন্টের মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের গল্প। সাধারণ অথচ কী অসাধারণ। লেবাননের যে ছবিটি আমার সবচেয়ে প্রিয় সেটি ক্যাপারনাম।

এটি ঠিক যুদ্ধের না হলেও যুদ্ধের কারণে ছিন্নমূল মানুষের গল্প।  


আরও পড়ুন: আমাদের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না: বাইডেন


ভাবছিলাম একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনও ছবি কি তৈরি হয়েছে? কিছু স্লোগানবাজি হয়েছে জানি। চোখ ভেজায়, রাতভর এপাশ ওপাশ করায় --এমন কোনও মুভি আমি দেখিনি। সাহিত্যই বা কী রচনা হয়েছে! 

প্রচুর প্রবন্ধ উপন্যাস নাটক ইত্যাদি লেখা হয়েছে, সবখানেই চড়া স্বর। সবখানেই চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেওয়া। লেবাননের এই ছবি দুটোয় বড় বড় কোনও বাণী আওড়ানো হয়নি। চোখে আংগুল দিয়েও কিছু দেখিয়ে দেওয়া হয়নি। হয়নি বলেই ছবিদুটো এত ভালো।

তসলিমা নাসরিন, লেখক।


news24bd.tv কামরুল