অবশেষে হোম অব ক্রিকেটে সাকিব

অবশেষে হোম অব ক্রিকেটে সাকিব

নিজস্ব প্রতিবেদক

টানা এক বছর ১০ দিন পর হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা নগর জাতীয় স্টেডিয়ামে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পূর্বসূচি অনুযায়ী সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি মিরপুরে আসেন।

সকাল ৯টায় ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের ফিটনেস টেস্ট দিতে আসার কথা। ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৯টা ছুঁইছুই।

মিরপুরের মাঠে সাকিবের পদচারণা। ৩৭৫ দিন পর বিশ্বসেরা অলরাউন্ডারে মিরপুরে আগমন।


আরও পড়ুন: ওয়াগন থেকে এখনো ঝরছে তেল, সংগ্রহের প্রতিযোগিতায় স্থানীয়রা


গেল বছর ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।

সবার আগেই দেশসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি। চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব।

news24bd.tv নাজিম