বিদায়ের আগে দুই দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পারে ট্রাম্প

বিদায়ের আগে দুই দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পারে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

ইরাক এবং আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দিতে পারেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, আগামী মধ্য জানুয়ারি নাগাদ এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গেল সেপ্টেম্বরে ইরাক থেকে এবং এর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।


আরও পড়ুন: লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা


তবে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে দেশ দুটি থেকে আরও বেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনার কথা ইতোমধ্যে সামরিক বাহিনীর নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা পাঁচ হাজার থেকে কমিয় দুই হাজার পাঁচশ’ করা হবে আর ইরাকে তিন হাজার থেকে কমিয়ে দুই হাজার পাঁচশ করার কথা জানানো হয়েছে।

news24bd.tv আহমেদ