এমন নির্যাতন আর কখনও হয়েছে কিনা জানা নেই: ফখরুল

এমন নির্যাতন আর কখনও হয়েছে কিনা জানা নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতে ভোট করে ফলাফল পাল্টে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। ক্ষমতাসীনরা তাদের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশে সুশাসন নেই, বর্তমানে কোন সরকার আছে বলে মনে হয় না।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন যাবত বিরোধী দলে বিএনপি, এমন নির্যাতন আর কখনও হয়েছে কিনা জানা নেই। মামলা করে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদেরকে গুম, খুন করা হচ্ছে।

লক্ষাধিক মামলায় ৩৫ লক্ষের বেশি আসামি। গুম হয়েছে ৪শতাধিক। শুধু গত কয়েকদিনই গুম হয়েছেন ৩/৪জন।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের দুর্ঘটনায় নিহত বেড়ে ৯


তিনি বলেন, দেশের দুঃসময়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, হতাশার কোন কারণ নেই।  

এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গুম হওয়া নেতাদের মুক্তি দিন, অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গে আপনারা (সরকার) টিকতে পারবে না।  

মির্জা ফখরুল বলেন, বিএনপি তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই সরকারকে পরাজিত করবে, এজন্য বিএনপির সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।  

news24bd.tv নাজিম