কী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে !

কী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে !

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও কর্তৃপক্ষকে না জানিয়ে ব্যবসা শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন ভর্তি পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।  

শুক্রবার এই বিভাগে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে ফেরত আসে। পূর্ব ঘোষিত তারিখে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের এসএমএস করে জানানো হয়, আজ পরীক্ষা হচ্ছে না।

আরও পড়ুন: 


যে কারণে পাকিস্তানি কূটনীতিককে প্রত্যাখ্যান করল সৌদি

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান: ৪ জঙ্গির আত্মসমর্পণ


গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সান্ধ্যকোর্সের সমালোচনা করার পর এসব কোর্সের যৌক্তিকতা যাচাই ও পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনদের নিয়ে একটি কমিটি করা হয়।

কমিটির সমন্বিত নীতিমালা প্রনয়েনের সুপারিশ গৃহিত না হওয়া পর্য্ন্ত সান্ধ্যকালীন কোর্স বন্ধের সুপারিশ করা হয় যা একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়। সবচেয়ে বেশি সান্ধ্য কোর্স আছে ব্যবসায় শিক্ষা অনুষদে। এসব কোর্সে প্রতিবছর ৪৫টি ব্যাচে দুই হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হন। ক্লাস নেন ২৩০ জন শিক্ষক।

news24bd.tv কামরুল