ঘূর্ণিঝড় নিভার কি বাংলাদেশে আঘাত হানবে?

ঘূর্ণিঝড় নিভার কি বাংলাদেশে আঘাত হানবে?

অনলাইন ডেস্ক

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। যার নাম দেয়া হয়েছে নিভার। তবে ঘূর্ণিঝড় নিভারের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানা গেছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে বলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন।

  

আবুল কালাম মল্লিক জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। এমনকি কোন সতর্কতাও জারি করতে হবে না। তাই এই ঘূর্ণিঝড় নিয়ে চিন্তার কোন কারণ নেই।


আরও পড়ুন: আবারও ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত


আবহাওয়ার কোনো তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে আবুল কালাম জানান, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।

তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনো প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।   

প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় নিভার এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

news24bd.tv আহমেদ