ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে, যা বললেন এমবাপ্পে

ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়ে, যা বললেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক

ফুটবল জাদুকর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে সারা বিশ্ব শোকে স্তব্ধ। তার হঠাৎ চলে যাওয়া কেউই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। তার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।  

চলতি বছরেই ৬০তম জন্মদিন পালন করেছিলেন ম্যারাডোনা।

এরপর পরই মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় জটিল অস্ত্রোপচার করতে হয় তার। প্রচণ্ড দুশ্চিন্তার পর সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। এরপর হঠাৎ তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


আরও পড়ুন: ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি একেবারে তুলে রাখার দাবি


সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে শোকবার্তা দিচ্ছেন।

ম্যারাডোনার চলে যাওয়ায় শোকাহত ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তার সেই শোক প্রকাশ করেছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার।

ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের ইতিহাসে চিরকাল তুমি থেকে যাবে। পুরো বিশ্বকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ তার জন্য ধন্যবাদ। ’

news24bd.tv আহমেদ