বিশ্ব শান্তি সম্মেলন করবে বাংলাদেশ
বাংলাদেশের ৫০ বছর পূর্তি

বিশ্ব শান্তি সম্মেলন করবে বাংলাদেশ

লাকমিনা জেসমিন সোমা

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর চেষ্টা ছিল অতুলনীয়, তাই বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে, বিশ্ব শান্তি সম্মেলন করবে বাংলাদেশ। এতে গুরুত্বপাবে রোহিঙ্গা ইস্যু।  

মঙ্গলবার সকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু লেকচার সিরিজে এমন আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লেকচার সিরিজের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিজের প্রথম পর্বে মূলবক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বঙ্গবন্ধুর নানা স্মৃতিচারণ করে মুহিত বলেন, বঙ্গবন্ধু বরাবরই শান্তির পক্ষে কাজ করেছেন।


আরও পড়ুন: রাতে ফেসবুক লাইভে আসছেন মেয়র আতিকুল


বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর চেষ্টার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শান্তি সম্মলেন করতে চায় বাংলাদেশ।

তুলে ধরতে চায় রোহিঙ্গাদের কথা।

অনুষ্ঠানে দেশি-বিদেশি রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

news24bd.tv নাজিম