স্থায়ী নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থান ধর্মঘট

স্থায়ী নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে রাজস্ব খাতে স্থায়ী নিয়োগে বাদ পড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে  স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা এই ধর্মঘট পালন করেন। ধর্মঘট পালনকালে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা বলেন, প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে করোনার সঙ্গে সরাসরি যুক্ত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি রাজস্ব খাতে নিয়োগের ঘোষণা দেন।

আরও পড়ুন: কেমন আছে ঘাস পাতা খাওয়া যুবক এলি ?

কিন্তু পরপর প্রথম ধাপে ১৪৫ জন এবং দ্বিতীয় ধাপে ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়া হয়।

তবে বাদ পড়ে যান সারাদেশে করোনা হাসপাতালের নমুনা সংগ্রহকারী ও আরটি-পিসিআর ল্যাবে কর্মরত প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী টেকনোলজিস্ট।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর