টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন

টিকা নেওয়া বাধ্যতামূলক হবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এখন বেশ কঠিন সময় পার করছে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। মারা গেছে রেকর্ড ২ হাজার ৫৫৫ জন।

এ অবস্থায় ভ্যাকসিন যখন মানুষের দ্বারপ্রান্তে, তখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, টিকা সরবরাহ শুরুর পর মার্কিনীদের ওপর সেটি নেয়ার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকবে না।

 

আরও পড়ুন:


অভিনয় ছেড়ে আলেমকে বিয়ে সানা খান, কে এই মৌলানা মুফতি!

সমুদ্রতীরে উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান, ছবি ভাইরাল

প্রেমিকার উড়না দিয়ে প্রেমিকের আত্মহত্যা, ৩ দিন পর প্রেমিকাও

যে দোয়া পড়লে কখনো বিফলে যায় না!


ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে তাদের ইচ্ছা-অনিচ্ছা মূল্যায়ন করা হবে। তবে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র-সিডিসি’র নির্দেশনা অনুযায়ী ঘরের বাইরে সর্বত্র মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন তিনি।  

এদিকে ভাইরাসের সংক্রমণ আবার কিছুটা বেড়েছে ব্রাজিল, ইতালি ও জার্মানীতে। মৃত্যু সংখ্যা অন্যান্য দেশে কিছুটা স্থিতিশীল হলেও ইতালিতে একদিনে মারা গেছে ৮১৪ জন।

 

এ নিয়ে গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১৫ লাখ ২৩ হাজার। আর মোট সংক্রমণ হয়েছে ৬ কোটি ৬১ লাখের বেশি। তবে এখন পর্যন্ত সারাবিশ্বে সুস্থ্য হয়ে উঠেছেন ৪ কোটি ৫৭ লাখের বেশি মানুষ।

news24bd.tv কামরুল