ভাস্কর্য ইস্যুতে কেন কথা বলতে চান না, জানালেন ফখরুল

ভাস্কর্য ইস্যুতে কেন কথা বলতে চান না, জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্য ইস্যুতে দেশজুড়ে চলছে বিতর্ক। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাসহ সমাজের বিশিষ্ট জনেরাও তাদের মতামত তুলে ধরছেন। তবে এ বিষয়টি নিয়ে কথা বলতে চান না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এটি তার কাছে কােনো ইস্যু না।

তাই এ বিষয়ে তিনি কোনো কিছু বলতে চান না।  

আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভাস্কর্য নিয়ে আমি কথা বলতে চাই না। এটা আমার কাছে কোনো ইস্যু না।

আমাদের কাছে এখন ইস্যু হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার। আমার সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমরা এখন ভোট দিতে পারি না। কথা বলতে পারি না। লিখতে পারি না। ’


আরও পড়ুন:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে রেকর্ড জয় পেল বরিশাল

ফুলবাড়িয়ায় উচ্ছেদ ঠেকাতে রাস্তায় দোকানিরা

সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে: মির্জা ফখরুলের

এত শখ তো রোহিঙ্গাদের নিয়ে যান: জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রী


এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন আলম, নুর ই শাহাদাত, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম