চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলাকালে গুলি ও ছুরিকাঘাতে বকুল শেখ (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১০ ব্যক্তি আহত হয়েছেন।

চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

ঘটনার ব্যাপারে পাবনা সদর থানার ওসি মোহাম্মদ নাছিম আহম্মেদ জানান, শহরের অনন্ত বাজার এলাকার টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে মোখলেছ প্রামাণিক গ্রুপ এবং বকুল শেখ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোখলেছ প্রামাণিক গ্রুপকে চাঁদা আদায় করতে বাধা দেয় বকুল মেম্বারের নেতৃত্বে একদল যুবক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোখলেছ প্রামাণিকের লোকজন গুলি করলে ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে বকুল শেখ ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ১১ ফুট উচু বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

 দরজা ভেঙে বের করা হলো বলিউড অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ

তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর