কী হচ্ছে বিএনপির ভেতরে

কী হচ্ছে বিএনপির ভেতরে

তৌহিদ শান্ত

কমিটি ও সাংগঠনিক শক্তি-পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজপথে শীর্ষ নেতাদের এককাতারে অবস্থান। এমনটা মনে করেন দলটির তৃণমূল নেতারা। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলে সংকটের কথা স্বীকার করলেও তৃণমূলের এই বক্তব্যর সঙ্গে একমত নন।  

হঠাৎ করেই হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুর হোসেন কাসেমীর জানাজার দিনে, ১৪ ডিসেম্বর সকাল ১০ টার দিকে সরকার পতনের রাজপথে অবস্থানের ডাক দেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান।

ওই দিনের আগে ও পরে ৩ দিনে প্রেসক্লাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সরকার পতনের বেশ কড়া কড়া বক্তব্য দেন বিএনপি এবং দলটির শুভাকাঙ্খি এমন নেতারা।

আরও পড়ুন: সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপ: কারাগারে অনন্য মামুন

সৌদির কাছে স্মার্ট বোমা বিক্রিতে ট্রাম্পের কেন তাড়াহুড়ো?

১৪ই ডিসেম্বর বিকেলে সরকার পতনের ডাক দেওয়া দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ শো কজ করে বিএনপি। সরকার পতনের আন্দোলনের ডাক আর সরকার বিরোধী বক্তব্য দেয়া- বিএনপি নেতাদের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় কি ? এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েন তৃণমূলের নেতারা। যদিও শওকত মাহমুদের ওই  আন্দোলন নিয়ে কোনো মন্তব্যও করতে চান না তারা।

তবে তৃণমূলের নেতারা মনে করেন, শীর্ষ নেতাদের ভেদাভেদ ভুলে রাজপথে নামা উচিত।

আর শীর্ষ নেতারা বলছেন, পথে নামার তাড়াহুড়া নেই। সঠিক সময় ও কৌশলের জন্যই অপেক্ষা করছে বিএনপির হাইকমান্ড।

কমিটি পুনর্গঠন করে সাংগঠনিক শক্তি জোরালোর মাধ্যমে আগামীর আন্দোলনে সাফল্য দেখছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

news24bd.tv তৌহিদ