সৌদির কাছে স্মার্ট বোমা বিক্রিতে ট্রাম্পের কেন তাড়াহুড়ো?

সৌদির কাছে স্মার্ট বোমা বিক্রিতে ট্রাম্পের কেন তাড়াহুড়ো?

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়ো করছেন।

এজন্য তিনি কংগ্রেসের অনুমোদন নিতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরবের কাছে সাড়ে সাত হাজার স্মর্ট বোমা বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে নোটিশ করেছে।

আরও পড়ুন: বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে নতুন সিদ্ধান্ত

মামার ‘যৌন হয়রানিতে’ অসুস্থ ভাগ্নি হাসপাতালে

 সৌদি ফেরত স্বামী পরকীয়ায়, অভিমানে স্ত্রীর বিষপান

নোটিশে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসন এসমস্ত বোমা বিক্রির জন্য রেইথন টেকনোলজিস করপোরেশনকে লাইসেন্স দেয়ার পদক্ষেপ নিচ্ছে।

যদি এই কোম্পানিকে ট্রাম্প প্রশাসন স্মার্ট বোমা বিক্রির জন্য লাইসেন্স দেয় তাহলে তারা সৌদি আরবের কাছে প্রায় ৪৮ কোটি ডলার মূল্যের বোমা বিক্রির সুযোগ পাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া নোটিশে আরো বলা হয়েছে যে, রেইথন টেকনোলজিস কর্পোরেশন সৌদি আরবে তাদের বিদ্যমান অস্ত্রব্যবসা ভবিষ্যতে আরো বাড়াতে চায়।

news24bd.tv তৌহিদ