নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

তৌফিক মাহমুদ মু্ন্না

যুক্তরাজ্য থেকে যারা দেশে ফিরবেন তাদেরকে নিজের খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদ পরিষদের নিয়মিত বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

আর যুক্তরাজ্যের সঙ্গে  বাংলাদেশের এখনো বিমান যোগাযোগ বন্ধ হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন: ধর্ষণের পর অশালীন সংলাপ, আপত্তি ছিল স্পর্শিয়ার

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

কোভিড-১৯ এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেজুড়ে।

এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার  বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।

বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, লন্ডন ফেরতদের নিজ খরচে কোয়েন্টিনে থাকার কথা।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ এখনো চলার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে কোয়ান্টিনে থাকতে হবে তা আজকে রাতেই  জানানো হবে।

news24bd.tv তৌহিদ