পীরগঞ্জের মেয়র আ.লীগের বিদ্রোহী প্রার্থী

পীরগঞ্জের মেয়র আ.লীগের বিদ্রোহী প্রার্থী

আব্দুল লতিফ লিটু, ঠাঁকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৬১। এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ পৌরসভায় মোট ২১ হাজার ১৭৯জন ভোটার ভোটার। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২জন।

নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এ ছাড়া ৯টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ৩২জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

সম্পর্কিত খবর