করোনাই শেষ নয়, আরও ভয়াবহ মহামারির ‘ইঙ্গিত’

করোনাই শেষ নয়, আরও ভয়াবহ মহামারির ‘ইঙ্গিত’

অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে দেশে দেশে যখন উদ্বেগ বাড়ছে ঠিক এমন সময় আরও ‘ভয়ানক ইঙ্গিত’ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির ভাষ্য- ‘করোনাই শেষ কথা নয়, সামনে আরও ভয়াবহ মহামারি আসতে পারে। ’

স্থানীয় সময় সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান এমন আভাস দেন।  

ব্রিফিংয়ে তিনি মহামারি মোকাবিলায় বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: কুয়েতে শেষ হলো মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট

রায়ান বলেন, ‘করোনা ভীষণ ভয়াবহ। গোটা বিশ্বে খুব দ্রুত এটি ছড়িয়ে পড়েছে। তবে করোনাই শেষ কথা নয়। এ ভাইরাসকে আগাম সতর্কবার্তা হিসেবে দেখতে হবে।

সামনে আরও ভয়াবহ মহামারি আসতে পারে। ’

ভবিষ্যতে যেকোনও মহামারি মোকাবিলায় পূর্বপ্রস্তুতির প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাস অনেক সংক্রামক। এতে বিশ্বজুড়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। তবে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু হতে পারে। সেজন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। ’

এদিকে নভেল করোনা ভাইরাস মোকাবিলায় রেকর্ড গতিতে ভ্যাকসিন উদ্ভাবনসহ ব্যাপক বৈজ্ঞানিক অগ্রগতি সাধিত হলেও আগামী দিনে যেকোনও নতুন মহামারি ঠেকাতে বিশ্ব এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস এলওয়ার্ড।

এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমরা করোনার দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ে আছি। এখনও এই ভাইরাসটি মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারিনি। ভবিষ্যতের কথা নাইবা বললাম। ’

গেল বছরের শেষ দিকে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ কোটির বেশি মানুষ। এখনও দেশে দেশে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

news24bd.tv তৌহিদ