কঙ্গোতে হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

কঙ্গোতে হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

Other

কঙ্গোর গোলোযোগপূর্ণ পূর্বাঞ্চলে শুক্রবার এক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলার জন্য এডিএফ মিলিশিয়ারা দায়ী।

বেনির আঞ্চলিক প্রশাসক দোনাত কিবুয়ানা জানান, সেনাবাহিনী বৃহস্পতিবার নববর্ষের প্রাক্কালে এলাকার শস্যক্ষেতে ২৫ জন বেসামরিক নাগরিকের লাশের খোঁজ পাওয়ার পর এডিএফ যোদ্ধাদের তাড়া করে।


আরও পড়ুন: ফের ভাইরাল প্রভার ভিডিও

ভারতে শীতের কারণে স্কুল ছুটি

সানা খানকে বিয়ে করে ‘বিপদে’ মুফতি আনাস!


শতাধিক মিলিশিয়া গোষ্ঠীর অন্যতম এডিএফ জঙ্গিরা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তৎপর রয়েছে।

হামলা চালিয়ে গত এক বছরে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করার জন্য তাদেরকে দায়ী করা হয়।

news24bd.tv তৌহিদ