ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মুখপাত্র মুহাম্মাদ আল ব্রাইম বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের কর্নেট ক্ষেপণাস্ত্র ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

শুক্রবার রাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার প্রতি ইঙ্গিত করে মুহাম্মাদ আল ব্রাইম আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে সাম্প্রতিক মহড়ায় অংশ নিয়েছে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে নিজেদের শক্তি ও ঐক্য তুলে ধরেছে।


আরও পড়ুন: বিএসএমএমইউ-র সাবেক উপাচার্য স্ত্রী সহ করোনা আক্রান্ত

ছোট বোন রেহানাকে উৎসাহ দিলেন বড় বোন শেখ হাসিনা


গত মঙ্গলবার (৩০ শে ডিসেম্বর) ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন​​ প্রথমবারের মতো গাজা উপত্যকায় যৌথ মহড়া চালিয়েছে।

'রুক্‌ন আল-রাশিদ' নামের এই মহড়ায় ফিলিস্তিনের হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট, গণপ্রতিরোধ কমিটি এবং পপুলার ফ্রন্টের সামরিক শাখাগুলো সক্রিয়ভাবে অংশ নেয়।

এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন যারা ফিলিস্তিন মুক্তির জন্য সংগ্রাম  করছে।

আরও পড়ুন: এরদোয়ানের বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ফিলিস্তিনি প্রতিরোধ কমিটির মুখপাত্র আরও বলেছেন, গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার কারণে দখলদারেরা হতভম্ব হয়ে গেছে। মহড়ার মাধ্যমে দখলদারকে কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিরাও ঐক্যের বার্তা পেয়েছে।

ফিলিস্তিনিরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ।

আগামীতে ফিলিস্তিনিদের ঐক্য ও শক্তির প্রমাণ ইসরাইল দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন।

news24bd.tv তৌহিদ