আল্লাহকে দেখা কি সম্ভব?

আল্লাহকে দেখা কি সম্ভব?

অনলাইন ডেস্ক

নিঃসন্দেহে আল্লাহর সাক্ষাৎ বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। মহান আল্লাহ তাআলা দিদার লাভ করা সহজ ব্যাপার নয়; তাও তিনি পবিত্র কুরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন।  

ইরশাদ হচ্ছে, ‘হে মানুষ! তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে, অতপর তার সাক্ষাৎ ঘটবে। ’ (সুরা ইনশিকাক : আয়াত ৬)

পার্থিব জীবনে মানুষের পক্ষে আল্লাহর সাক্ষাৎ বা তাঁর দেখা পাওয়া সম্ভব নয়।

মুসা (আ.) যখন ‘হে প্রতিপালক, আমাকে দেখা দিন’ বলে সাক্ষাতের আবেদন করেছিলেন, তখন উত্তর দেওয়া হয়েছিল : ‘তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। ’ (সুরা আরাফ, আয়াত : ১৪৩)

তবে পরকালে মুমিনরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘কেয়ামতের দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে। তারা নিজ পালনকর্তাকে দেখতে থাকবে।

’ (সুরা কিয়ামা, আয়াত : ২২-২৩)


সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন যুবলীগ চেয়ারম্যান

অক্ষয়ের ব্যাংক অ্যাকাউন্টের প্রতি লোভ অনিল কাপুরের

রাবেয়া খাতুনের মৃত্যুতে সাহিত্যের ক্ষতি হলো: ফরিদা ইয়াসমিন


আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিন বান্দার সঙ্গে যে সাক্ষাৎ দেবেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘যেদিন আল্লাহর সঙ্গে মিলিত হবে; সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। ’ (সুরা আহজাব : আয়াহ ৪৪)

news24bd.tv নাজিম