এইচএসসি’র ফল প্রকাশে আইন সংশোধনীর অনুমোদন মন্ত্রিসভায়

এইচএসসি’র ফল প্রকাশে আইন সংশোধনীর অনুমোদন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১৮ জানুয়ারী সংসদের শীতকালিন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে।

এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে।


আরও পড়ুন: খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবে তাপস


সংশোধনীর ফলে যে কোন দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মুল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

news24bd.tv আহমেদ