৭ দিন পর খোঁজ মিলল সাদমানের

৭ দিন পর খোঁজ মিলল সাদমানের

অনলাইন ডেস্ক

নিখোঁজের ৭ দিন পর সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সাদমান সাকিফের। সাদমান সাকিফকে ফেনী থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   সাদমানের মা এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২০ জানুয়ারি) সাদমানের মা মনোয়ারা হোসেন জানান, সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তিন বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হয়। এক বছর আগে ঢাকায় আসে।

মনোয়ারা হোসেন আরো বলেন, সাদমান বাইরে গেলেও ৩০ মিনিটের বেশি থাকেনি।

বাংলাদেশে তার কোনো বন্ধু নেই কারণ আমার ছেলে যেহেতু বিদেশ ছিল তাই। অল্প কিছু দিন হল দেশে এসেছে তাই তেমন কিছু চেনাজানাও নেই তার।

এর আগে সকালে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে সাদমানের জঙ্গিবাদে জড়ানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়, পাশাপাশি কাজ করেছে গোয়েন্দা সংস্থাও।

আরও পড়ুন: স্ত্রীর পরকিয়া : দেয়ালে শেষ লেখা লিখে স্বামীর আত্মহত্যা

গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, এ ছেলেটি মালয়েশিয়ায় পড়াশোনা করত, ঢাকাতেও পড়ত; তার লেখাপড়াতে গ্যাপ ছিল। মূলত একাকী জীবনযাপনে সে অভ্যস্ত ছিল।

তিন ভাইবোনের মধ্য সাদমান দ্বিতীয়। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের বলে জানান স্বজনরা।

১৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বের হন সাদমান সাকিফ। ওই সময় তার হাতে ল্যাপটপ আর ব্যাগ ছিল।

news24bd.tv তৌহিদ