মেক্সিকোতে করোনা ভাইরাসের টিকা চুরি

মেক্সিকোতে করোনা ভাইরাসের টিকা চুরি

অনলাইন ডেস্ক

মেক্সিকোর মোরেলোস রাজ্যের একটি হাসপাতাল থেকে চুরি হয়েছে করোনাভাইরাসের টিকা। ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেক্সিকোয় দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হাসপাতাল কর্মীদের কোনো সদস্য তার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য টিকা চুরির কাজটি করেছেন।


চীনের সাথে রেষারেষিতে ড্রাগন ফলের নাম পরিবর্তন!


মেক্সিকো ১২ কোটি ৯০ লাখ নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত এই মহামারিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার। করোনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ।

news24bd.tv / নকিব