আশুলিয়ায় বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

আশুলিয়ায় বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে শাহাজাহান খন্দকার মনা (৫৫) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাজাহান খন্দকার মনা আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই ফজর আলী জানান, ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করত শাহাজাহান খন্দকার মনা। রাতে তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব শত্রুতার জেরে তার ঘরে প্রবেশ করে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

এমপি একরামকে বহিষ্কার না করা হলে লাগাতার আন্দোলন: কাদের মির্জা

দিনের পর দিন চাচার হাতে ভতিজি ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

এসআই আরও জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়ার জমির মোল্লার ছেলে নুরুজ্জামান, গোলাম রসুলের ছেলে রেজাউল ইসলাম পারভেজ এবং মো. লিটনের ছেলে মেহেদী হাসান নাজমুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv নাজিম