কৃষি আইনের প্রয়োগ স্থগিত রাখার প্রস্তাব প্রত্যাখানের সিদ্ধান্ত কৃষকদের

অনলাইন ডেস্ক

আগামী ১৮ মাসের জন্য বিতর্কিত তিনটি কৃষি আইনের প্রয়োগ স্থগিত রাখার কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখান করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের আন্দোলনরত কৃষকরা।

আইন পুরোপুরি বাতিলের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর র্যা লি করার সিদ্ধান্তেও অটল রয়েছেন।  

বুধবার কৃষকদের সাথে দশম দফার বৈঠকে আইন স্থগিতের প্রস্তাব রেখেছিল কেন্দ্র।

গেল দু'মাস ধরে লক্ষ লক্ষ কৃষক দিল্লির সীমান্তে আন্দোলন করছেন। আন্দোলনের শুরু থেকে এখনও পর্যন্ত ১৪৩ জন কৃষকের মৃত্যু হয়েছে।

বাজেট নিয়ে এখনই ভাবছে সরকার!

নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত সাকিব

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

অপরদিকে, ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর র্যালির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার এনিয়ে দিল্লি পুলিশের সাথে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কৃষক নেতারা।

news24bd.tv নাজিম