নাটোরে করোনার টিকা নিয়ে সিএস অফিসের গোপনীয়তা

নাটোরে করোনার টিকা নিয়ে সিএস অফিসের গোপনীয়তা

Other

আগামী সাত ফেব্রুয়ারি থেকে সারা দেশে কোভিড-১৯ এর টিকা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে নাটোরে কবে থেকে কোভিড-১৯ এর টিকা প্রয়োগ শুরু হবে সে বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসের কেউ কিছু বলতে পারছে না।

তাছাড়া টিকা দেওয়ার বিষয়ে জেলা সিভিল সার্জন অফিস কঠোর গোপনীয়তা বজায় রেখেছে।

এবিষয়ে গণমাধ্যম কর্মীদের কোন তথ্য দেওয়া হচ্ছে না।

গণমাধ্যম কর্মীদের অভিযোগ, কোভিড-১৯ এর টিকা প্রয়োগ নিয়ে সারা দেশের মতো নাটোরের মানুষেরও তথ্য জানা নিয়ে আগ্রহ রয়েছে।

কিন্তু জেলা সিভিল সার্জন অফিস এই টিকার বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। কোনো কিছু জানি না বলে এড়িয়ে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: সাহস থাকলে ঘরে ঢুকে ধর্ষণ করুক: নুসরাত

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

একটি বেসরকারি টেলিভিশনের নাটোর প্রতিনিধি জানান, টিকার তথ্যের জন্য জেলা সিভিল সার্জন ডা. কাজী
মিজানুর রহমানকে গত কয়েক দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, তিনি ফোন রিসিভ করছেন না।

আবার ফোনের রিং বাজার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছেন। এতে করে সঠিক তথ্য নাটোরবাসীকে জানানো সম্ভব হচ্ছে না।

নাটোরে কোভিড-১৯ এর টিকা পাবে ৫৯হাজার ২৪২জন নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, সিভিল সার্জনের অনুমতি ছাড়া তথ্য দেওয়া নিষেধ রয়েছে। তথ্য দিলে তাদের সমস্যা রয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

এজন্য তারা কেউ তথ্য দিতে অপারগতা প্রকাশ করছেন। বিষয়টি জেলা প্রশাসক মো. শাহরিয়াজের দৃষ্টি আর্কষণ করা
হলে তিনি বলেন, টিকার কোনো তথ্য সিভিল সার্জন দিতে পারছে না। এতে করে আমরাও অন্ধকারে রয়েছি।

news24bd.tv তৌহিদ