স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না। করোনার টিকাদান কর্মসূচির জন্য এটি করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন:


ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক বলছেন ‘ভিন্ন কথা’

আ.লীগ প্রার্থীকে হারিয়ে নৈশ্যপ্রহরী এখন মেয়র!

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

৭ নায়ক ৭ নির্মাতার ১ ছবি


 

আজ সোমবার দেশের সব জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি বলেন, ‘সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এ ছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে।

ইতোমধ্যে ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে। ’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।

news24bd.tv তৌহিদ