ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে উত্তেজনা 

নিহত শাহ জামাল পাটোয়ারীকে দেখতে হাসপাতালে মানুষের ভিড় [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে উত্তেজনা 

জুন্নু রায়হান • ভোলা প্রতিনিধি

ভোলায় বেসরকারি শাহাবাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

গতকাল সন্ধ্যায় ভোলা পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্ন ইন্সপেক্টর শাহ জামাল পাটোয়ারী (৫৩) নামের এক রোগী ঘাড়ে  ফোঁড়া অপারেশন করার জন্য ওই হাসপাতালে ভর্তি হন।  

ডাক্তার সামি আহমেদ তার ঘাড়ে মাইনর অস্ত্রোপচার করেন। অপারেশন শেষে রোগীকে বেডে নেয়ার পরে ওই রোগীর মৃত্যু হয়।

এতে রোগীর স্বজন এবং হাসপাতালের স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বজনদের দাবি, ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। রোগীর ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যা ছিলো।

তা নিয়ন্ত্রণ না করেই তার অপারেশন করা হয়। যার কারণে শাহ জামাল পাটোয়ারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার।  

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোন অপারেশন করা হয়নি। শাহ জামালের ঘাড়ে গ্যাংগ্রিং হয়েছিলো। তা ওয়াশ করা হয়েছে।  

ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান, ওই রোগীর মাইনর অপারেশন হয়েছে। রোগীর ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

রায়হান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর