সুন্দরবনে আগুন: তদন্ত শুরু

সুন্দরবনে আগুন: তদন্ত শুরু

Other

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ির ২৭ নম্বার কর্ম্পামেন্টের গহীন বনে আগুন লাগার কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক, চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ওবায়দুর রহমান মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন।

তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান, সোমবার দুপুরে আগুনে সুন্দরবনের ৫ শতাংশ বনভূমি পুড়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে বনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কী কারণে আগুন লেগেছে তা আমরা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন:


কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ মোদী

আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি


তদন্ত কেবলই শুরু করেছি। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা সম্ভব হবে।

আশা করছি ৭ কর্মদিবসের মধ্যে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেনের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে পারব।

গেল ১৫ বছরে ২৭ বার আগুনে পুড়েছে সুন্দরবনে। এতে প্রায় ৮০ একর বনভূমি পুড়ে যায়। এরআগে সর্বশেষ ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

news24bd.tv তৌহিদ