চিকিৎসক নেই গাইবান্ধার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসক শূন্য গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী ও স্বজনরা। বর্তমানে ৪জন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও একজন আয়া দিয়ে চলছে এ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। এ অবস্থায় সেবা না পেয়ে চরম দুর্ভোগের শিকার এ অঞ্চলের কয়েক লাখ মানুষ।

 

গাইবান্ধার ৭ উপজেলার চরাঞ্চলসহ নিম্ম আয়ের মা ও শিশুদের একমাত্র চিকিৎসার ভরসার স্থল গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে চিকিৎসক সংকটের কারণে ভেঙ্গে পড়েছে এখানকার চিকিৎসা সেবা।

বর্তমানে ৪জন পরিবার পরিকল্পনা পরিদর্শীকা ও একজন আয়া দিয়ে চলছে এ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে চরম দুর্ভোগের শিকার এ অঞ্চলের কয়েক লক্ষ  মানুষ ।

চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিবে সংশ্লিস্টরা এমন প্রত্যাশা সেবিকাদেরও ।


হাইকোর্টে ১০ বছরের সাজা বহাল হাজি সেলিমের

মামুনুলকে দাওয়াত দিলেন নিক্সন, বললেন বাড়িতে এলে ধন্য হবো

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু

ভাড়া দিতে না পারায় বাকপ্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়া হয়: র‌্যাব


এদিকে গেল ৪ ডিসেম্বর ডা. আজরিন সুলতানা নামে একজন চিকিৎসককে  এই কেন্দ্রে যোগদানের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হলেও তিনি এখনো  অনুপস্থিত রয়েছে। তবে এ বিষয়টি এরই মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত  করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা ।

চিকিৎসক সংকট নিরসনে দ্রুত সব ধরণের পদক্ষেপ নেবে সরকার এমন আশা স্থানীয়দের।

news24bd.tv নাজিম