সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিটুলী সীমান্তে আব্দুল মুমিন বাপ্পা (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত বাপ্পা ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী গ্রামের আবদুর রউফের ছেলে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ার্ড সদস্য মইনুদ্দিন জানান, বাপ্পা গরু ব্যবসায়ী ছিলেন। ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের ইয়াকুবনগর এলাকায় ভারতীয় সীমান্তের ১৮২২ নম্বর পিলারের কাছে বাপ্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রায় দুই বছর আগে একই স্থানে বাপ্পার চাচা আব্দুল কালাম বিএসএফের গুলিতে নিহত হন।

আরও পড়ুন


রাতে প্রেমিকের সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার প্রেমিকা

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

কিশোরকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা তরুণী!

অশ্লীল ভিডিও চ্যাটিং ইসলামে ব্যভিচারের অন্তর্ভুক্ত


মইনুদ্দিন বলেন, ঘটনাটির বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিজিবি এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বলে জানান তিনি।

বিজিবির-৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) শাহ আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, জানতে পেরেছি সীমান্তে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী  বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করে নিহতের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

news24bd.tv আহমেদ