জাহাজ আটকে দৈনিক ক্ষতি ৯৬০ কোটি ডলার

জাহাজ আটকে দৈনিক ক্ষতি ৯৬০ কোটি ডলার

অনলাইন ডেস্ক

মিশরের সুয়েজ খালে মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায় প্রতিদিন ৯৬০ কোটি ডলার পণ্যের পরিবহন আটকে আছে। এর ফলে প্রতি ঘন্টায় ক্ষতি হচ্ছে প্রায় ৪০ কোটি ডলার।

লয়েড’স লিস্ট জানায়, এই খালের পশ্চিম দিক দিয়ে প্রতিদিন গড়ে ৫১০ কোটি ডলার ও পূর্ব দিক দিয়ে প্রতিদিন ৪৫০ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) জাহাজটি সুয়েজ খালের তলানির সঙ্গে আটকে যায়।

এই পথটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল। এছাড়া এটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী সবচেয়ে সংক্ষিপ্ত নৌরুট।


আরও পড়ুনঃ


'শিশু বক্তা' দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


‘দ্য এভার গিভেন’ নামের এই জাহাজটি লম্বায় প্রায় ৪০০ মিটার এবং ৫৯ মিটার চওড়া। পানামায় রেজিস্টারকৃত জাহাজটি চীন থেকে ভূমধ্যসাগর হয়ে নেদারল্যান্ডের রটারডাম বন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুয়েজ খালে আটকে পড়ে।

ধারণা করা হচ্ছে, জাহাজটি হঠাৎ প্রবল বাতাসের কবলে পড়ার কারণে বিচ্যুত হয়ে যায় এবং দুর্ঘটনাবসত জাহাজের তলা আঘাতপ্রাপ্ত হয়। তখন এটি খালের তলানির সঙ্গে আটকে যায়।

news24bd.tv / নকিব