মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবি জানাচ্ছি

আতিকা রহমান

মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবি জানাচ্ছি

Other

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫ জন। করোনা শনাক্ত হয়েছে ৫১৮১ জন। অবস্থা খুবই ভয়াবহ।  

করোনা প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এরকম একটা অবস্থায় ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়া কোনভাবেই উচিত হবে না।  

মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত করার দাবি জানাচ্ছি। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবে ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। ।

এসব ছেলেমেয়েদের সঙ্গে অভিভাবকরা যাবে, যারা পরীক্ষার হলে ডিউটি দিবে ডাক্তার ও শিক্ষকদের জন্যও ঝুঁকিপূর্ণ  হবে। পরীক্ষার হল ও আশপাশের এলাকায় আইনশৃঙখলা বাহিনীর সদস্যসহ সবমিলিয়ে প্রায় ৫/৭লাখ লোকের সমাগম হবে।  

৯০% পরীক্ষার্থী গণপরিবহনে যাবে। কি অবস্থা হবে সেটা চিন্তা করা যায়!! এতগুলো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা কোনভাবেই উচিত হবেনা।  


কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গণপরিবহনে আবারো যাত্রী অর্ধেক করার নির্দেশ

করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৮১ জন

স্নাতক পাস চাকরি দিচ্ছে ব্র্যাক


মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষার্থীদের এত বড় স্বাস্থ্যঝুঁকির মধে ফেলে দেয়া মোটেও বিবেচনার কাজ হবেনা।  

করোনার এই পরিস্থিতিতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিকা রহমান, সাংবাদিক