প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ঢাকায় ঢুকছে ও বের হচ্ছে

প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ঢাকায় ঢুকছে ও বের হচ্ছে

অনলাইন ডেস্ক

শুক্রবার সরকারি ছুটির দিন হলেও রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুরের  চিত্র একই। এখানে কিছু যাত্রী মুখে মাস্ক পড়া ছাড়া মানা হচ্ছে না আর কোনো নির্দেশনা। প্রধান সড়কে আজ সকালে যান চলাচল কম থাকলেও যানজট লেগেই আছে।  

প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন।

দূর পাল্লার বাস বন্ধ থাকায়, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাসের চলাচল করছেন মানুষজন।

আজ বিভিন্ন বাস কম যাত্রী নিয়ে চলাচল করলেও অনেক বাসে আবার ফাঁকা নেই সিট, যাত্রী নিচ্ছেন দাঁড়িয়েও। বাসগুলোতে দেখা যায় না, যাত্রীদের তোলার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। ঢাকা বাইরে এভাবে গাদাগাদি করে চলাচল করা যাত্রীরা বলছেন, বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

  

এক যাত্রী জানিয়েছেন, তিনি যদিও মাস্ক পড়ছেন তবে তার পাশের কেউ মাস্ক না পড়ায় বা দূরত্ব বজায় না থাকায় ঝুকি থেকেই যায়।  

তবে চালকরা তা অস্বীকার করেন।  

কোনো কোনো চালক আবার হ্যান্ড সেনিটারজার নেই কেনো প্রশ্ন করলে, ভেতর থেকে বের করে বলছেন, আছে। কিন্তু বাস্তবে যাত্রী তোলার সময় ব্যবহার করতে দেখা যায় না হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে।

news24bd.tv/আলী