হেফাজতের বিক্ষোভে সহিংসতায় আরও ২০ জন গ্রেফতার

হেফাজতের বিক্ষোভে সহিংসতায় আরও ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিনে হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরমধ্যে হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মূল হোতা শামীম মিয়াও রয়েছে।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ০৩টি ও সরাইল থানায় ০২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৪৯টি মামলা হয়েছে।


আরও পড়ুনঃ


সন্তানদের লড়াই করা শেখান

শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামায় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬৭ জন, আশুগঞ্জ থানায় ১২ জন এবং সরাইল থানায় ৪ জনসহ ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv / নকিব