ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, হেফাজত কর্মী আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, হেফাজত কর্মী আটক

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে চাঁদপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম জাকারিয়া খান (২২)।

সোমবার (১৯ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি মাদ্রাসা থেকে তাকে আটক করে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাকারিয়ার বাড়ি চাঁদপুরে।

চাকরি করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি প্রতিষ্ঠানে।


পুলিশের হাতে চিকিৎসক হয়রানি, প্রতিবাদ এফডিএসআরের

সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

নারী ফুটবল দলে করোনার হানা

নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ

‘মামুনুলকে গ্রেপ্তারে সরকারের লকডাউন’ যারা বলছেন, তাদের বলছি


পুলিশ পরিদর্শক সানজিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকারিয়া খানকে আটক করে।

তিনি আরও জানান, খোঁজ নিয়ে ডিবি পুলিশ জেনেছে জাকারিয়া খান হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী। চাঁদপুর শহরের সাত নাম্বার ওয়ার্ডে তার বাসা।

এদিকে সোমবার রাতেই চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট বিষয়ক অভিযোগ আনা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর