মহাসড়কের পাশে পৌরসভার ময়লার স্তুপ

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার স্তুপ

Other

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুর পৌরসভার প্রবেশদ্বার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বছরের পর বছর ধরে বর্জ্য ফেলে আসছে শ্রীপুর পৌরসভা। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে,আবর্জনার কারণে গড়গড়িয়া খালে পানির প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

বিষাক্ত পানি আটকে গিয়ে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি করছে আর শুষ্ক মৌসুমে দুর্গন্ধ প্রকট হয়ে উঠছে। অভিযোগ রয়েছে আগে প্রকাশ্যে পৌরসভার ময়লা এখানে ফেলা হুলেও এখন এলাকাবাসীর বাঁধার মুখে রাতের অন্ধকারে এখানে ফেলা হয় পৌরসভার মাধখলা এলাকার ময়লা।

আরও পড়ুন


বরগুনায় ডায়রিয়ার প্রকোপে হাসপাতালে স্যালাইন ও বেড সংকট

ভয়াবহ অক্সিজেন সংকটে ভারতের হাসপাতালগুলো

দুবাইয়ের রাজকুমারী লতিফার মুক্তির দাবি জাতিসংঘের

আল্লামা বাবুনগরীর বক্তব্য দেখে হতাশ মাওলানা মামুনুল


গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগ বলছে,পৌরসভা বিনা অনুমতিতে মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলছে।

গাজীপুর পরিবেশ অধিদফতরের জাননায়,বেশ কয়েকবার পৌর প্রশাসনকে ময়লা না ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

কিন্তু তারা তা মানছেন না। অবশেষে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্টকে তাদের উদাসিনতার বিষয়ে জানিয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজী নয় পৌর কর্তৃপক্ষ।

news24bd.tv আহমেদ