৫ই মে তাণ্ডবে খালেদার সম্পৃক্ততার প্রমাণ পেলে মামলার সিধান্ত নেওয়া হবে : ডিবি

৫ই মে তাণ্ডবে খালেদার সম্পৃক্ততার প্রমাণ পেলে মামলার সিধান্ত নেওয়া হবে : ডিবি

অনলাইন ডেস্ক

২০১৩ সালের ৫ই মে সরকার পতনের লক্ষ্যে তাণ্ডবের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জুনায়েদ বাবুনগরী।   সেই তাণ্ডবের মামলায় খালেদা জিয়াকে আসামি করা হবে কিনা তা সামগ্রিক তথ্য প্রমাণ বিচার করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ- ডিবি।

বুধবার দুপুরে, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন,  ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল।

তখন সরকারের বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রে কারা অংশগ্রহণ করেছে সে কথাও উঠে এসেছে। তখনকার জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপার্সন সহ অনেকের সাথে বাবু নগরীর মিটিং হয়েছিল।

সরকার পতনের লক্ষ্যে তাণ্ডবের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জুনায়েদ বাবুনগরী।

২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল। তখন সরকারের বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রে কারা অংশগ্রহণ করেছে সে কথাও উঠে এসেছে। তখনকার জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপার্সন সহ অনেকের সাথে বাবু নগরীর মিটিং হয়েছিল।

news24bd.tv/আলী