করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে কাজ করতে হবে: কাদের

করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে কাজ করতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল মতো নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।  

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না।

তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম এবং তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন।


গোপালগঞ্জে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

শেরপুরে হেফাজতকর্মী গ্রেপ্তার

গীতিকবি ওসমান শওকত না ফেরার দেশে

রিকশা ও নৌকা সবচেয়ে কোভিড সেইফ যানবাহন!


বিএনপি দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যার্থ। দেশে এমন কোন পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।

 

news24bd.tv নাজিম