ইংলিশদের শায়েস্তা করতে কুংফু শিখছে রাশিয়ানরা

ইংলিশদের শায়েস্তা করতে কুংফু শিখছে রাশিয়ানরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জুনে রাশিয়ায় বসছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। শিরোপা লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতিতে আছে দলগুলো। বসে নেই সমর্থকরাও।

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই অবশ্য উত্তেজনা শুরু হয়ে গেছে রাশিয়ান ও ইংলিশ সমর্থকদের মধ্যে।

ইংলিশ সমর্থকদের মোকাবেলা করতে রীতিমতো ‘কুংফু’ শিখছে রাশিয়ার সমর্থকরা। গঠন করেছে হুলিগান দল। সেজন্য কুংফু শেখানো ফার্ম খুলে বসেছেন ভাদিম পেত্রোভ নামে এক ব্যক্তি। যিনি কিছুদিন আগেই ছাড়া পেয়েছেন জেল থেকে।

ফুটবল মাঠের বাইরে এক ব্যক্তিকে পেটানোর অভিযোগে জেলে যান পেত্রোভ। কিন্তু ছাড়া পেয়ে তিনি এবার ইংলিশ সমর্থকদের মোকাবেলা করতে একটি হুলিগান দল গঠন করেছেন। তার ফার্মে সপ্তাহে চার দিন কুংফু ক্লাস নেয়া হয়।  

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে পেত্রোভ বলেছেন, ‘ইংলিশরা আমাদের কাছ থেকে ‘কুংফু কিক খেতে যাচ্ছে। আমাদের ফার্মে এমন অনেকে আছে যারা জায়গামতো একটা মাত্র লাথি দিয়ে আপনাকে কোমায় পাঠিয়ে দিতে পারবে। ’

কমপক্ষেে এক হাজার হুলিগানকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন পেত্রোভ। তবে শুধু কুংফুতে সীমাবদ্ধ নয় তাদের প্রশিক্ষণ। মার্শাল আর্টেরও প্রশিক্ষণ নিচ্ছেন তারা, ‘আমরা সংগঠিত, ফিট ও মার্শাল আর্টে সম্পূর্ণরূপে প্রশিক্ষিত। আমাদের মূল লক্ষ্য ইংলিশদের পেটানো, যা তারা কখনোই ভুলতে পারে না। কারণ এটাই তাদের জন্য চূড়ান্ত পুরস্কার। ’

পেত্রোভ আরো জানিয়েছেন, আমরা ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছি এবং বিশ্বকাপের আগেই আমারা সবাই কুংফুতে দক্ষ হয়ে যাব। আমরা সপ্তাহে চারটি ক্লাস নিচ্ছি। ’

গ্রুপপর্বে ইংল্যান্ডের তিন ম্যাচেই তারা ইংলিশদের মোকাবেলা করবে। এরই মধ্যে ইংল্যান্ডের প্রথম ম্যাচের ভেন্যু ভলগোগ্রাদে যাওয়ার টিকেটও কেটে ফেলেছে হুলিগানরা।  

২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়ান সমর্থকদের সাথে বেঁধে গিয়েছিল ইংলিশ সমর্থকদের। মূলত সে ঘটনার প্রতিশোধ নিতেই হুলিগান দল গঠন করছেন পেত্রোভ।

সূত্র: ডেইলি স্টার ইউকে     •     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর