করোনা থেকে মুক্তি পেতে করোনাবিধি মেনে চলছে ‘করোনা দেবী’র পূজা

করোনা থেকে মুক্তি পেতে করোনাবিধি মেনে চলছে ‘করোনা দেবী’র পূজা

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাডু রাজ্যের এক গ্রামে চলছে করোনা দেবীর পূজা। সেখানে মন্দির তৈরির পর দেবীর মূর্তি স্থাপন করে শুরু হয়েছে পূজা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে গ্রামবাসী এমন পথ বেছে নিয়েছেন।

মন্দিরটি নির্মিত হয়েছে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাতুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে।

পূজা শুরু হয়ে একটানা ৪৮ ঘন্টা চলবে। এমনটিই জানিয়েছেন ওই মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের করোনা দেবীর মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি। দেড় ফুটের এই প্রতিমার পরনে রয়েছে লাল রঙের শাড়ি এবং তার একহাতে ধরা ত্রিশূল।


আরও পড়ুন


 বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

 আন্তর্জাতিকভাবে রোজিনা ইসলামের বিষয়টির মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

 ইসরাইলের বিরুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলো হামাস

 ‘কাকলী’ ভাইরাসে ভুগছে সামাজিক যোগাযোগমাধ্যম (ভিডিও)


তবে করোনাবিধি মেনেই চলছে এই করোনা দেবীর পূজা। পূজার দায়িত্বে থাকা সেবাইতরা জানিয়েছেন, করোনা বিধির কড়াকড়ি থাকায় কেবল পুরোহিতরা ও মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা ছাড়া আপাতত আর কারও প্রবেশাধিকার নেই।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক