মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় দালালসহ ৭ জন আটক

মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় দালালসহ ৭ জন আটক

Other

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে দালালসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।

রোববার (১৩ জুন) ভোরের দিকে সীমান্তের শ্যামকুড় হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন - নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী গ্রামের মৃত হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক (৫০), কালামের স্ত্রী মোছা: নাদিয়া খাতুন (৪০), একই গ্রামের জিকরিল মোল্লার স্ত্রী মোছা: জোবাইদা খাতুন (৩০), নাজমুল মোল্লার স্ত্রী মোছা: মরিয়ম বেগম (৩০), সদর উপজেলা আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলজারের স্ত্রী শ্রীমতি অমৃতা গোলজার (২৮), তার শিশু মেয়ে সুমিত গোলজার (০৫) এবং তাদের সহায়তাকারী দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্কারের ছেলে সালাউদ্দিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর ৫৮ ব্যাটায়িলয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর