ঝিনাইদহে র্কাডের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন রনজু খাতুন

ঝিনাইদহে র্কাডের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন রনজু খাতুন

Other

বিধবা, বয়স্ক ভাতা ও ভিজিডির র্কাড এবং প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন রনজু খাতুন। সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর এবং চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে গিয়েও কোনটায় পাননি তিনি। এমনকি তার মাথা গোজার জন্য একখন্ড জমি বা ঘরও নেই তার।

তিনি অন্যের জমির উপর নাতি-নাতনী নিয়ে অনাহারে অর্ধাহারে দিন জাপন করছেন।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে।

জানা গেছে, রনজু খাতুনের স্বামী মারা যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছেন। নিজের এক টুকরো জমি না থাকায় তিনি অন্যের বাড়িতে বসবাস করে মানবেতর জীবনযাপন করছেন।

স্বামী মারা যাওয়ার পর থেকে পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের কাছে একাধিকবার ঘুরেও কোন প্রতিকার হয়নি তার।

 

ফলে নাতি-নাতীন নিয়ে বর্তমানে অন্যের জমির উপর খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে তিনি। ভূমিহীন বিধবা রনজু খাতুন একটা ঘরের জন্য খুলনা কমিশনার ও প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।  

তিনি বলেন, সরকার থেকে দেওয়া একটি ঘর পেলে নাতি-নাতীন নিয়ে বাকি জীবনটা সেখানেই কাটাতে পারতাম। এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।  

আরও পড়ুন


স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই: ফখরুল

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের দায়ে স্বামী-স্ত্রী আটক

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু


news24bd.tv / কামরুল