বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা

অনলাইন ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। সেসময় ড্রোনগুলোকে লক্ষ্য করে দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কমপক্ষে চারবার গুলি ছোড়া হয়।

আজ মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দেয়। সেসময় সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

কোনো কোনো সূত্র বলছে, গুলিবর্ষণ করা হলেও ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। তারা, ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনো বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি। তবে অন্য কয়েকটি সূত্র দাবি করেছে, অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে, একটি বোমভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে ছিটকে পড়েছে। অন্যদিকে শাফাক নিউজসহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে যার সবগুলো বিধ্বস্ত হয়েছে। তবে এইসব ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

আরও পড়ুনঃ

করোনা থেকে সুস্থ হয়েও মৃত্যুবরণ করলো বাংলাদেশি যুবক

১ জুলাই সংক্রমনের হার ছিল ২৫.৯০ ; আর গতকাল ২৯.৩০! 

মগবাজার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

আবারও স্কুল থেকে ১৪০ শিক্ষার্থী অপহরণ

news24bd.tv/এমিজান্নাত