পরীক্ষামূলকভাবে নীলফামারীতে ভারতীয় রেল ইঞ্জিন ট্রায়াল

পরীক্ষামূলকভাবে নীলফামারীতে ভারতীয় রেল ইঞ্জিন ট্রায়াল

Other

পণ্য নিয়ে ভারতীয় একটি ট্রেন আগামী ১ আগস্ট নীলফামারীর চিলাহাটী রেলওয়ে স্টেশনে আসবে-এ লক্ষ্যে ভারতীয় দুইটি ইঞ্জিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের চিলাহাটী স্টেশন পর্যন্ত ট্রায়াল করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা দুটি ইঞ্জিন ১১ টা ৪৫ মিনিটে জিরো পয়েন্টে এসে পৌঁছায়।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৮মিনিটে চিলাহাটী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের সাথে আসা ড্রাইভার, ৪জন গার্ডসহ মোট ১২জনকে ফুলের শুভেচ্ছা জানান, স্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম। এ সময় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে ইমিগ্রেশন শেষে দুপুর ১টা ৫৮মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ইঞ্জিন দুটি চিলাহাটী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

ভারতীয় রেলের এই কর্মকর্তা মুকেশ কুমার সিং বলেন, আগামী ১আগস্ট থেকে এ পথে পণ্যবাহী ট্রেন চলাচল করবে বলে পরীক্ষামূলকভাবে এ ট্রায়াল করা হলো।

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা বলেন, আগামী ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যবাহী ট্রেন বাংলাদেশে আসবে বলে আশা করছি।

আরও পড়ুন:


ঢাকায় পৌঁছাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে মানুষ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


 news24bd.tv তৌহিদ