‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ

‘অঘটন’ বলা ভারতীয় সেই গণমাধ্যম এবার টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সফরে এসে এক রকম বিপাকেই পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে নাস্তানাবুদ ক্রিকেট বিশ্বের পরাশক্তি অজিরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৩টি ম্যাচের ৩টিতেই হেরে সিরিজ হারিয়ে তারা। আর অজিদের বিপক্ষে সিরিজ জয়ে ইতিহাস গড়েছেন টাইগার বাহিনী।

প্রথম ম্যাচে ২৩ রানের জয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নেওয়ার পর যখন বিশ্বক্রিকেট বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করে, তখন সেই জয়কে ‘ফের অঘটন’ বলে কটাক্ষ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’।

সংবাদমাধ্যমটি কটাক্ষের ঠিকঠাক জবাব পেয়েছে গতকালের তৃতীয় ম্যাচে।

টাইগাররা দুর্দান্ত জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করার পর সেই ‘আনন্দবাজার পত্রিকায় এখন টাইগারদের প্রসংশায় পঞ্চমুখ। সংবাদমাধ্যমটি এবার শিরোনাম করেছে, ‘বাংলাদেশের চমক, দুই ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়’।

আরও পড়ুন


রাতে বাসা থেকে বের হয়ে বিপাকে অভিনেত্রী ঈশা

ময়মনসিংহ মেডিকেলে আজও ১২ জনের মৃত্যু

পরীমণি-পিয়াসার ২১ অতিথির ঘুম হারাম, গোয়েন্দার হাতে তথ্য

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান


প্রতিবেদনে বলা হয়, সিরিজে এখনও দুই ম্যাচ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচেই জিতে গেল তারা।

শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারায় অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩ রানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ৫ উইকেটে।

স্বপ্নের ফর্মে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। উল্টো দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, তত চিন্তার ভাঁজ বাড়ছে অস্ট্রেলিয়ার।

news24bd.tv এসএম