নরসিংদীতে করোনা রোগীদের সেবা দিতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নরসিংদীতে করোনা রোগীদের সেবা দিতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

Other

নরসিংদীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছে সামাজিক সংগঠনদের একটি প্লাটফর্ম নরসিংদী অক্সিজেন ব্যাংক।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সেবা কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দিতে প্রাথমিকভাবে ১২ টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

পরবর্তীতে সিলিন্ডার ও কনসেনট্রেটরের পরিমান আরো বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।

নরসিংদী অক্সিজেন ব্যাংকের আহবায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন, স্টার ক্লাবের সভাপতি সোহরাব হোসেন, নরসিংদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমানা ফেরদৌস সোনিয়া সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, করোনার এই সংকট মুহূর্তে অক্সিজেন যে কতোটা গুরুত্বপূর্ণ, যার প্রয়োজন সেই শুধু অনুভব করতে পারে। এই সময়ে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে এগিয়ে এসেছে নরসিংদী অক্সিজেন ব্যাংক।

এটা সত্যিই মহৎ উদ্যোগ। এই সেবা যেনো সবসময় চলমান থাকে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন:


মুহিতের করোনা নেগেটিভ, তবে শারীরিক দুর্বলতা আছে

ফের দুই দিনের রিমান্ডে মডেল মৌ

রাঙামাটি পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর