আজ ‘মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট’ ঐতিহাসিক জাহাজমারা দিবস

আজ ‘মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট’ ঐতিহাসিক জাহাজমারা দিবস

Other

আজ বুধবার (১১ আগস্ট) ঐতিহাসিক জাহাজমারা দিবস। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। জাহাজে আক্রমণ ও দখলের ঘটনাকে ‘মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট’ হিসেবে গণ্য করা হয়ে থাকে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর মরণাস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও রসদ বোঝাই সাতটি যুদ্ধজাহাজ নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের যমুনা ধলেশ্বরী নদী পথে মাটিকাটা নামকস্থানে নদীপথের দায়িত্বে ছিলেন কাদেরিয়া বাহিনীর সাহসী কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান বীরবিক্রম।  

তিনি তার দূরদর্শিতা ও অল্প কয়েকজন সাহসী মুক্তিযোদ্ধা নিয়ে জীবনবাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর দুটি অস্ত্রবোঝাই জাহাজ এস.ইউ ইঞ্জিনিয়ার্স এল.সি-৩ এবং এসটি রাজন ধ্বংস করে দেন।

এর মাধ্যমে পাক হানাদারদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। জাহাজগুলো আক্রমণ ও দখল করে ১ লাখ ২০ হাজার বাক্সে ২১ কোটি টাকা মূল্যের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়েছিল।

আরও পড়ুন


ইরান প্রস্তুত থাকলে ভিয়েনা আলোচনা শুরু হবে

মেসি: ৩০ নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে ১৪ জোড়া ট্রেন

চাঁদপুরে করোনায় আরও ৬ জনের মৃত্যু


NEWS24.TV / কামরুল